zakir sikder,jhalakati:22-1017:ঝালকাঠির রাজাপুর উপজেলায়
স্থুল নিম্মচাপের প্রভাবে টানা বৃস্টিতে, প্রচন্ড বাতাসে, জনদূর্ভোগ সহ উপজেলার ৭৫ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত ও হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।।বাতাসে গাছপালা উপড়ে পড়েছে। অধিকাংশ ঘেরের মাছভেসে গেছে, তলিয়ে গেছে পুকুর, বিশেষ করে,লাউ, ছিমি, কুমড়া,লালশাক ক্ষেতের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে,।
টানাবর্ষনে ও নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের তুলনায় ৫থেকে ৬ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বৃস্টির পানিতে জলাবদ্ধতায় রোপা আমন ধান ক্ষেত প্লাবিত হয়েছে। উপজেলার ছয় ইউপি চেয়্যারম্যান জানান,স্কুল,মাদ্রাসা প্রাঙ্গনে , অধিকাংশ বাড়ী, বাগান,পুকুর ভিটায় পানি ঊঠেছে।এবং আমন ক্ষেত প্রায়ই পানিতে তলিয়েছে।অনেক শিক্ষা প্রতিস্টান প্রাঙ্গনে পানি উঠে যাওয়ায় বন্ধ ছিল।রাজাপুর উপজেলা ত্রান শাখার, বিজন বলেন, কন্ট্রোল রুম খোলা হয়েছে। ভারি বর্ষনে ঘরের বাহিরে পা ফেলেনি অনেকেই।
দিনমজুর ছিল কর্মহীন। রিপোর্ট লেখা পর্যন্ত ঘুমোট আবহাওয়া বিরাজ করছে।